বকশীগঞ্জে উন্নয়ন সংঘের রি-কল প্রকল্পের ওয়াশ প্রমোশন প্রশিক্ষণ

বকশীগঞ্জে উন্নয়ন সংঘের রি-কল প্রকল্পের উদ্যোগে ওয়াশ প্রমোশন নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ওয়াশ প্রমোশন বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ ২৩ মার্চ শুরু হয়েছে। দাতা সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্প ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে।

২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ পানি, স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ ও নিরাপদ স্বাস্থ্যাভ্যাস তৈরি ও ছয়টি হাইজিন ইস্যু নিয়ে প্রথমদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার।

প্রশিক্ষণে গ্রাম ভিত্তিক সংগঠনের (সিবিও) নারী ওয়াশ দলের ২০ জন নারী সদস্য  অংশ নেন।