বকশীগঞ্জে ইউনিয়ন এলায়েন্স শক্তিশালীকরণে সভা অনুষ্ঠিত

মেরুরচর ইউনিয়ন সিবিও এলায়েন্স কমিটি শক্তিশালীকরণ বিষয়ক সভা। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়ন সিবিও এলায়েন্স কমিটি শক্তিশালীকরণ বিষয়ক সভা ১৪ ফেব্রুয়ারি দুপুরে অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে মেরুরচর ইউপি সভাকক্ষে এ সভার অয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, ইউপি সচিব আবু হানিফ, উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জ্যোৎস্না আক্তার, ফিল্ড ফ্যাসিলিটেটর নাসরিন আক্তার, ইইউ সিএসও প্রকল্পের কমিউনিটি মবিলাইজার জিএম ফাতিউল হাফিজ, মেরুরচর সিবিও এলায়েন্স কমিটির সভাপতি শাহীনা বেগম, সাধারণ সম্পাদক মজিবর রহমান, সহসভাপতি মমতাজ উদ্দিন, কোষাধ্যক্ষ শাহিদা বেগম, সদস্য আক্তার আলী।

সভায় ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়ন সিবিও এলায়েন্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সদস্যরা জানান, মেরুরচর ইউনিয়নের ১২টি সিবিও রয়েছে। এসব সিবিও’র সদস্যরা নিজেদের ভাগ্যোন্নয়নে জোট গঠন করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সুবিধা ভোগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের মাধ্যমে তারা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে দক্ষতার উন্নয়ন করছেন।

এ সময় সিবিওগুলো শক্তিশালীকরণে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন উপস্থিত সদস্যরা।