বকশীগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

কন্যাশিশু দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলার চিঠি ডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে ৯ অক্টোবর বেলা ১১টায় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, উপজেলা আইসিটি দপ্তরের সহকারী প্রোগামার খায়রুল বাশার, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী, উন্নয়ন সংঘ রি-কল প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার, ব্র্যাকের প্রতিনিধি হাসনা বেগম প্রমুখ।

অপরদিকে বাল্যবিয়ে নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।