প্লাস্টিকের ছালা ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর শহরের সকাল বাজারে ২ অক্টোবর দুপুরে অভিযান চালিয়ে প্লাস্টিকের ছালা ব্যবহার করায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আকাশ কুমার কুন্ডু এ অভিযান চালান। জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, শহরের সকাল বাজারে অভিযানের সময় ব্যবসায়ী সুধাংশের দোকানে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিক ছালা ব্যবহার করার হাতেনাতে প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম আকাশ কুমার কুন্ডু ২০১০ সালের পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক আইনের ১৪ ধারায় ব্যবসায়ী সুধাংশকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর ব্যবসায়ী সুধাংশ জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান। সুধাংশ জামালপুর শহরের পালপাড়া এলাকার উদয় দেবনাথের ছেলে।

জামালপুর পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।