ন্যায় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতার দাবিতে জামালপুরে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ৩১জুলাই, বৃহস্পতিবার সকালে জামালপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার আহ্বায়ক আইনজীবী মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, গণতন্ত্রের একটি অপরিহার্য অংশ হচ্ছে আইনের শাসন। আইনের শাসন প্রতিষ্ঠিত নাহলে গণতন্ত্র টেকসই হয় না। এই আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে আসছে। যার অংশ হিসেবে আজকের এই ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হচ্ছে।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী গোলাম নবী, জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী দিদারুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক আইনজীবী মোবারক হোসেন, জেলা আইনজীবী ফোরামের যুগ্ম-আহবায়ক আইনজীবী দেলোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির অডিটর আইনজীবী শফিকুল ইসলাম রাজু, আইনজীবী রফিকুল ইসলাম জুলহাস প্রমুখ। এতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার সদস্য সচিব রিশাদ রেজওয়ান বাবু।
মানববন্ধনে জেলা আইনজীবী ফোরাম ও জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ অংশ নেন।