জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩৬টি ইয়াবা বড়িসহ ফরহাদ হোসেন (২০) নামের এক যুবককে আটক করেছে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা । ১ জুন, রবিবার বিকাল ৬টার দিকে সীমান্তবর্তী কামালপুর এলাকায় এ অভিযান চালায় বিজিবি। ফরহাদ হোসেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মাধবপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ধানুয়া কামালপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন এ প্রতিবেদককে জানান, এক যুবক ভারতীয় ইয়াবা বড়ি বহন করে নিয়ে যাচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে বিজিবির কামালপুর বিওপির টহল দল কামালপুর নামক এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে ফরহাদ হোসেন নামের ওই যুবকের গতিবিধি সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় ফরহাদ হোসেনের কাছ থেকে ৩৬টি ইয়াবা বড়ি, একটি মোবাইল ফোন সেট ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, বকশীগঞ্জ সীমান্ত দিয়ে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে।