ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি করতে হলে তারেক জিয়ার নামেই স্লোগান দিতে হবে : বিএনপিনেতা শামীম আহমেদ শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে শাকিলের প্রার্থিতা ঘোষণা সরিষাবাড়ীতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি মাদারগঞ্জে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতা-কর্মীদের ঢল নরুন্দি রেলস্টেশনে অবকাঠামো উন্নয়ন ও আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবি জামালপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাতলামির অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগনেতা নূর হোসেন আবহানী গ্রেপ্তার ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয় ফাঁকা, কিন্ডার গার্টেন, মাদরাসায় বাড়ছে শিক্ষার্থী মাদারগঞ্জে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছে ছাত্রদল

অ্যাডভোকেট সারওয়ার জাহানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

অ্যাডভোকেট সারওয়ার জাহান মুক্তা

অ্যাডভোকেট সারওয়ার জাহান মুক্তা

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম॥ জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট অ্যাডভোকেট সারওয়ার জাহান মুক্তা আর নেই। ৩০ জানুয়ারি ভোর সাড়ে ৪টায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্র জানায়, অ্যাডভোকেট সারওয়ার জাহান মুক্তার বয়স হয়েছিল ৬৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগসহ অন্যান্য জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ৩০ জানুয়ারি রাতে এশার নামাজের পর জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে জামালপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাডভোকেট সারওয়ার জাহান মুক্তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত গণমাধ্যমে দেওয়া এক শোক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, সাবেক প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বাংলারচিঠিডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম অ্যাডভোকেট সারওয়ার জাহান মুক্তার বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি করতে হলে তারেক জিয়ার নামেই স্লোগান দিতে হবে : বিএনপিনেতা শামীম আহমেদ

অ্যাডভোকেট সারওয়ার জাহানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

আপডেট সময় ১২:৩৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
অ্যাডভোকেট সারওয়ার জাহান মুক্তা

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম॥ জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট অ্যাডভোকেট সারওয়ার জাহান মুক্তা আর নেই। ৩০ জানুয়ারি ভোর সাড়ে ৪টায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্র জানায়, অ্যাডভোকেট সারওয়ার জাহান মুক্তার বয়স হয়েছিল ৬৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগসহ অন্যান্য জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ৩০ জানুয়ারি রাতে এশার নামাজের পর জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে জামালপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাডভোকেট সারওয়ার জাহান মুক্তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত গণমাধ্যমে দেওয়া এক শোক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, সাবেক প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বাংলারচিঠিডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম অ্যাডভোকেট সারওয়ার জাহান মুক্তার বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।