ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি করতে হলে তারেক জিয়ার নামেই স্লোগান দিতে হবে : বিএনপিনেতা শামীম আহমেদ শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে শাকিলের প্রার্থিতা ঘোষণা সরিষাবাড়ীতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি মাদারগঞ্জে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতা-কর্মীদের ঢল নরুন্দি রেলস্টেশনে অবকাঠামো উন্নয়ন ও আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবি জামালপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাতলামির অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগনেতা নূর হোসেন আবহানী গ্রেপ্তার ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয় ফাঁকা, কিন্ডার গার্টেন, মাদরাসায় বাড়ছে শিক্ষার্থী মাদারগঞ্জে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছে ছাত্রদল

মুয়াল্লেম আব্দুল হক হত্যা মামলায় মাদরাসার পরিচালক গ্রেপ্তার

শফিকুল ইসলাম মুলু

শফিকুল ইসলাম মুলু

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর সদর উপজেলার নরুন্দিতে হাজিদের মুয়াল্লেম আব্দুল হক হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে শফিকুল ইসলাম মুলু (৩৯) নামে এক মাদরাসার পরিচালককে ৩০ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তার শফিকুল ইসলাম মুলু শেরপুরের সাতপাকিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

জানা গেছে, জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মহিশুরা গ্রামের আব্দুল হক সৌদি আরবে হজযাত্রীদের মুয়াল্লেম ছিলেন। তিনি গত বছরের ১২ মে বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। ১৬ মে সকালে স্থানীয় মানিকার চরে ব্রহ্মপুত্র নদে তাঁর লাশ পাওয়া যায়। হত্যাকারীরা তাঁর লাশ গুম করার উদ্দেশে সিমেন্টের দুটি খুঁটির সঙ্গে বেঁধে পানিতে ডুবিয়ে রেখেছিল। তাঁর সঙ্গে ১০ লাখ টাকা ছিল। তিনি টাকাগুলোর বিনিময়ে ডলার সংগ্রহ করার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। পরিবারের ধারণা, খুনিরা পূর্বপরিকল্পিতভাবে ডলার লেনদেনের কথা বলেই তাঁকে ডেকে নিয়ে হত্যা করে লাশ গুম করেছিল। এ ঘটনায় গত বছরের ১৬ মে তার স্ত্রী মরিয়ম আক্তার জামালপুর সদর থানায় একটি মামলা করেন। পুলিশ স্বপ্রণোদিত হয়ে মামলাটি জামালপুর পুলিশ সুপার কার্যালয়ের সিআইডিতে স্থানান্তর করে। দীর্ঘদিন তদন্ত শেষে সিআইডি গত জুলাই মাসে নরুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।

জামালপুর সিআইডি সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের সাথে কে কে জড়িত তা খোঁজে বের করতে কাজ করছে সিআইডি। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে শফিকুল ইসলাম মুলুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। শফিকুল ইসলাম মুলু শেরপুরের হামিউস সুন্নাহ রওজাতুল উলুম নুরানী কওমি মাদরাসার পরিচালক। তার বিরুদ্ধে হুন্ডি ব্যবসারও অভিযোগ রয়েছে।

জামালপুর সিআইডির পরিদর্শক এম এ নাসিম জানান, গ্রেপ্তার শফিকুল ইসলাম মুলুকে ১ অক্টোবর আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি করতে হলে তারেক জিয়ার নামেই স্লোগান দিতে হবে : বিএনপিনেতা শামীম আহমেদ

মুয়াল্লেম আব্দুল হক হত্যা মামলায় মাদরাসার পরিচালক গ্রেপ্তার

আপডেট সময় ০৮:১৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮
শফিকুল ইসলাম মুলু

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর সদর উপজেলার নরুন্দিতে হাজিদের মুয়াল্লেম আব্দুল হক হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে শফিকুল ইসলাম মুলু (৩৯) নামে এক মাদরাসার পরিচালককে ৩০ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তার শফিকুল ইসলাম মুলু শেরপুরের সাতপাকিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

জানা গেছে, জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মহিশুরা গ্রামের আব্দুল হক সৌদি আরবে হজযাত্রীদের মুয়াল্লেম ছিলেন। তিনি গত বছরের ১২ মে বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। ১৬ মে সকালে স্থানীয় মানিকার চরে ব্রহ্মপুত্র নদে তাঁর লাশ পাওয়া যায়। হত্যাকারীরা তাঁর লাশ গুম করার উদ্দেশে সিমেন্টের দুটি খুঁটির সঙ্গে বেঁধে পানিতে ডুবিয়ে রেখেছিল। তাঁর সঙ্গে ১০ লাখ টাকা ছিল। তিনি টাকাগুলোর বিনিময়ে ডলার সংগ্রহ করার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। পরিবারের ধারণা, খুনিরা পূর্বপরিকল্পিতভাবে ডলার লেনদেনের কথা বলেই তাঁকে ডেকে নিয়ে হত্যা করে লাশ গুম করেছিল। এ ঘটনায় গত বছরের ১৬ মে তার স্ত্রী মরিয়ম আক্তার জামালপুর সদর থানায় একটি মামলা করেন। পুলিশ স্বপ্রণোদিত হয়ে মামলাটি জামালপুর পুলিশ সুপার কার্যালয়ের সিআইডিতে স্থানান্তর করে। দীর্ঘদিন তদন্ত শেষে সিআইডি গত জুলাই মাসে নরুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।

জামালপুর সিআইডি সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের সাথে কে কে জড়িত তা খোঁজে বের করতে কাজ করছে সিআইডি। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে শফিকুল ইসলাম মুলুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। শফিকুল ইসলাম মুলু শেরপুরের হামিউস সুন্নাহ রওজাতুল উলুম নুরানী কওমি মাদরাসার পরিচালক। তার বিরুদ্ধে হুন্ডি ব্যবসারও অভিযোগ রয়েছে।

জামালপুর সিআইডির পরিদর্শক এম এ নাসিম জানান, গ্রেপ্তার শফিকুল ইসলাম মুলুকে ১ অক্টোবর আদালতে সোপর্দ করা হয়েছে।