জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা জামালপুর জেলার পাঁচটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে সমাবেশ ও প্রচারপত্র বিতরণ করে ভোট প্রার্থনা করেছেন। ২৮ জানুয়ারি, বুধবার বিকালে জামালপুর শহরের বকুলতলায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহামেদ এই সমাবেশের আয়োজন করেন।
জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদ।
বিএনপি নেতা শামীম আহাম্মেদ বলেন, তারেক রহমানের সেই ৩১ দফা নিয়ে আমরা প্রতিটি উপজেলা, পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে জামালপুর জেলার পাঁচটি আসনে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিতে চাই।
তিনি বলেন, সতেরো বছর অনেক আন্দোলন করেছি। সেই আন্দোলনে অনেক নেতা-কর্মী কারাগারে ছিল। তাই আজকে বলতে চাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ থেকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করি। তারেক জিয়ার লক্ষ্য বাংলাদেশে প্রায় অর্ধেক নারীদের বাদ দিয়ে কি উন্নতি করা সম্ভব? তাই নারীদের কথা বিবেচনা করে তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে।
শামীম আহমেদ বলেন, বাংলাদেশে প্রায় এক কোটি কৃষক রয়েছে। কৃষককের কথা চিন্তা করে তাদের কৃষক কার্ড করে দেওয়া হবে। তারেক জিয়ার নেতৃত্বে সরকার গঠন হলে, সবগুলো বিষয় বাস্তবায়ন হবে। আজকে জামালপুরবাসীর কাছে ধানের শীষ প্রতীকে ভোট ভিক্ষা চাচ্ছি। ধানের শীষে ভোট দিয়ে বিএনপির মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করুন।
সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া বলেন, আমরা জামালপুর জেলার বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক করেছি। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছি। আমাদের বিশ্বাস আগামী ১২ ফেব্রুয়ারি জামালপুরবাসী ধানের শীষ প্রতীকে ভোট দিবে। জামালপুর জেলার পাঁচটি আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিব ইনশাআল্লাহ।
সমাবেশ শেষে পথচারীদের মাঝে ধানের শীষ প্রতীকের প্রচারপত্র বিতরণ করে বিএনপির মনোনীত এমপি প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের পক্ষে ভোট প্রার্থনা করেন নেতৃবৃন্দ। এ সময় জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মণ্ডল, শহর যুবদলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা খায়রুল ইসলাম লিয়ন, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজম খান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রানা ম্যানশনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এই কর্মসূচিতে অংশ নেন।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 


















