জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইব্রেকারে শেরপুর (৪) জেলা দলকে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জামালপুর জেলা ফুটবল দল। ২৫ জানুয়ারি, রবিবার বিকালে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে শীতলক্ষ্যা জোনের আটটি জেলা দল অংশ নেয়। দলগুলো হল-জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠারেনর প্রধান অতিথি জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য সাবেক ফুটবলার সাঈদ হাসান কানন, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও আনার্স-আপ দলের মাঝে ট্রফি ও অন্যান্য পুরস্কার বিতরণ করেন।
জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাহবুবুর রহমান মানিকের সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, জেলা পর্যায়ে একেবারে তৃণমূল থেকে খেলোয়ার তৈরি ও বাছাই কার্যক্রম শুরু করতে হবে। ভাল ও প্রতিভাবান খেলোয়াড় চিহ্নিত করে দল গঠন করে টুর্নামেন্ট আয়োজন করলে প্রকৃত নিবেদিত ও দক্ষ খেলোয়াড় বের করে আনা সম্ভব। তাহলে আমরা দক্ষিণ এশিয়ায় সেরা দল হতে পারব। এরপর আমরা এশিয়া মহাদেশে সেরা দল হব। আমরা প্রত্যাশা করি বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলব।
ক্রীড়া প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 



















