ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী : বকশীগঞ্জে আনন্দ শোভাযাত্রা জামালপুরের নবনিযুক্ত জেলা কালচারাল অফিসার তমাল বোস জামায়াতে ইসলামীর গণসংযোগে হামলার প্রতিবাদে ২৬ অক্টোবর শেরপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ মাদারগঞ্জে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিলে ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালিত হবে : শামীম তালুকদার শ্রেষ্ঠ এসিল্যান্ড সম্মাননা পেলেন বকশীগঞ্জ ইউএনও শাহ জহুরুল মাদারগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা “আওয়ামী লীগের ক্লিন ইমেজের সবার রাজনৈতিক দল করার অধিকার আছে” শেরপুরে জামায়াতের উপর বিএনপির হামলার অভিযোগ, আহত ২০, অভিযোগ ভিত্তিহীন দাবি বিএনপির বিনন্দেরপাড়ায় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মোল্লাপাড়া স্পোর্টিং ক্লাব

বকশীগঞ্জে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী লাভলু মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দায়ের হওয়া মামলা তুলে নিতে মামলাটির বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী খাটিয়াডাঙ্গা গ্রামের মো. লাবলু মিয়া। ১ মার্চ শনিবার দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ কামারপট্টি মোড়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লাবলু মিয়া বলেন, শেরপুরের শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মফিজুল হক, অফিজল হক ও আবদুল হকের কাছে ১৯৯৫ সালে ৬০ শতাংশ জমি রেওয়াজ নেই। তাদের ৫০ শতাংশ জমি রেওয়াজ দেই। তারা ২০১২ সালে রেওয়াজ দলিল বাতিল করতে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলা চলমান থাকা অবস্থায় ২০১৪ সালে তারা জোর করে আমার বাড়ি ঘরে হামলা, গাছ কাটতে গেলে আমরা বাধা দেই। এ সময় তারা আমার স্ত্রীকে নির্যাতন করে রক্তাক্ত করেন। আমি এ ঘটনায় মামলা দায়ের করি।

তিনি আরও বলেন, ২০১৬ সালে আমি ও আমার স্ত্রী জীবিকার তাগিদে ঢাকায় কাজ করতে গেলে ২০১৮ সালে মফিজলের নেতৃত্বে আমার ৬০ শতাংশ জমির উপর থাকা ঘর বাড়ি দখল ও জমি দখল করে নেন। তাদের দায়ের করা রেওয়াজ বাতিলের মামলায় আমি ২০২১ সালে ডিক্রি পাই। তবুও তারা জমির দখল ছেড়ে দেননি। উল্টো আওয়ামী লীগের দাপট দেখিয়ে আমাকে জেলে পাঠানোর পায়তারা করেন। তারা জমির মামলায় হেরে আমার স্ত্রীর ওপর হামলার মামলা তুলে নিতে আমাকে চাপ প্রয়োগ করেন।

আমি নিঃসন্তান হওয়ায় তারা আমাকে একা পেয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন। বর্তমানে মফিজল ও তাদের লোকজনের ভয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। আমি ও আমার স্ত্রীর জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছি। তাই প্রশাসনের কাছে আমার নিরাপত্তা নিশ্চিত করতে ও আমার দখল করা জমি ফিরে পেতে সহযোগিতা কামনা করছি।

জনপ্রিয় সংবাদ

গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী : বকশীগঞ্জে আনন্দ শোভাযাত্রা

বকশীগঞ্জে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৮:২৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দায়ের হওয়া মামলা তুলে নিতে মামলাটির বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী খাটিয়াডাঙ্গা গ্রামের মো. লাবলু মিয়া। ১ মার্চ শনিবার দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ কামারপট্টি মোড়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লাবলু মিয়া বলেন, শেরপুরের শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মফিজুল হক, অফিজল হক ও আবদুল হকের কাছে ১৯৯৫ সালে ৬০ শতাংশ জমি রেওয়াজ নেই। তাদের ৫০ শতাংশ জমি রেওয়াজ দেই। তারা ২০১২ সালে রেওয়াজ দলিল বাতিল করতে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলা চলমান থাকা অবস্থায় ২০১৪ সালে তারা জোর করে আমার বাড়ি ঘরে হামলা, গাছ কাটতে গেলে আমরা বাধা দেই। এ সময় তারা আমার স্ত্রীকে নির্যাতন করে রক্তাক্ত করেন। আমি এ ঘটনায় মামলা দায়ের করি।

তিনি আরও বলেন, ২০১৬ সালে আমি ও আমার স্ত্রী জীবিকার তাগিদে ঢাকায় কাজ করতে গেলে ২০১৮ সালে মফিজলের নেতৃত্বে আমার ৬০ শতাংশ জমির উপর থাকা ঘর বাড়ি দখল ও জমি দখল করে নেন। তাদের দায়ের করা রেওয়াজ বাতিলের মামলায় আমি ২০২১ সালে ডিক্রি পাই। তবুও তারা জমির দখল ছেড়ে দেননি। উল্টো আওয়ামী লীগের দাপট দেখিয়ে আমাকে জেলে পাঠানোর পায়তারা করেন। তারা জমির মামলায় হেরে আমার স্ত্রীর ওপর হামলার মামলা তুলে নিতে আমাকে চাপ প্রয়োগ করেন।

আমি নিঃসন্তান হওয়ায় তারা আমাকে একা পেয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন। বর্তমানে মফিজল ও তাদের লোকজনের ভয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। আমি ও আমার স্ত্রীর জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছি। তাই প্রশাসনের কাছে আমার নিরাপত্তা নিশ্চিত করতে ও আমার দখল করা জমি ফিরে পেতে সহযোগিতা কামনা করছি।