জামালপুরে জুলাই স্মৃতি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ট্রাই সিরিজ শুরু হয়েছে ২৭ ডিসেম্বর শুক্রবার থেকে। জামালপুর জিলা স্কুল মাঠে উদ্বোধনী ম্যাচে নেপালের নেক্সাস ক্রিকেট একাডেমিকে ৭ উইকেটে পরাজিত করেছে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ) টিম।
উদ্বোধনী ম্যাচে টচে জিতে প্রথম ইনিংসে বোলিংয়ের সিদ্ধান্ত নেন জামালপুর ডিএসএ টিমের অধিনায়ক প্রত্যয়। অধিনায়ক বিপিন শাহীর টিম নেপালের নেক্সাস ক্রিকেট একাডেমি ব্যাটিংয়ে নেমে ১৭.৫ ওভারে সবগুলো উইকট হারিয়ে সংগ্রহ করে ৫৯ রান। তাদের কাশিফ সামাদ ১৯ ও বিপ্লব ফুয়াল ১৩ রান করেন। অধিনায়ক প্রত্যয়রা অতিরিক্ত রান দিয়েছেন ১৩টি। তার মধ্যে ১২ রান দিয়েছেন ওয়াইড থেকে। প্রতিপক্ষের বোলার রাফি ও ইয়াসিন আহমেদ নিয়েছেন তিনটি করে উইকেট।
জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৬০ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক প্রত্যয়ের জামালপুর ডিএসএ টিম। মাত্র ৮.৫ ওভার খেলেই তিন ইউকেটের বিনিময়ে ম্যাচের জয় নিশ্চিত করে তারা। তাদের ব্যাটার আব্দুল্লাহ আহাদ সর্বোচ্চ ১৫ রান এবং সিক্ত গোপ করেছে ১৩ রান। প্রতিপক্ষ নেপালের বোলাররা অতিরিক্ত রান দিয়েছেন ৮টি। সবগুলোই ছিল ওয়াইড থেকে।
ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের বোলার ইয়াসিন আহমেদ। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান টুকু ও মাহবুবুর রহমান রবিন। ম্যাচ রেফারি ছিলেন হাফিজুর রহমান টিপু।
সংক্ষিপ্ত স্কোর :
নেপালের নেক্সাস : ১৭.৫ ওভারে ৫৯/১০ (কাশিফ সামাদ ১৯, বিপ্লব ফুয়াল ১৩; রাফি ৩/১০, ইয়াসিন আহমেদ ৩/১৩, অন্তর আহমেদ ২/১৪, শারিয়ার স্বপন ১/১২)।
জামালপুর ডিএসএ : ৮.৫ ওভারে ৬০/৩ (আব্দুল্লাহ আহাদ ১৫, সিক্ত গোপ করেছে ১৩, মোহাম্মদ নাঈম ১২, হুসাইন ১১; প্রশান্ত ১/১৯, সুয়জ দাহাল ১/৩, প্রশান্ত জি.সি ১/১২)।
ফলাফল : জামালপুর ডিএসএ ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : বিজয়ী দলের বোলার ইয়াসিন আহমেদ।
২৮ ডিসেম্বরের ম্যাচ : ঢাকার সাইক ক্রিকেটার্স টিম বনাম জামালপুর জেলা ক্রীড়া সংস্থা টিম।
জামালপুর জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান এ প্রতিবেদককে জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জামালপুর জেলার ১৭ জন শহীদের স্মরণে এই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ট্রাই সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজ আয়োজনে সহযোগিতায় রয়েছে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা। স্বাগতিক জামালপুর ডিএসএ টিম, নেপালের নেক্সাস ক্রিকেট একাডেমি টিম ও ঢাকা সাইক ক্রিকেটার্স টিম এই সিরিজে অংশ নিয়েছে। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে জামালাপুর জিলা স্কুল মাঠে। ৩০ ডিসেম্বর সিরিজের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।