ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুর-১ আসনে নৌকার মনোনয়ন পেতে ৯ জন প্রার্থীর লড়াই

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের ভোট যুদ্ধের আগেই নৌকার জন্য মনোনয়নের লড়াই নেমেছেন ৯ জন প্রার্থী। দলীয় মনোনয়ন ফরম কেনার পর দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। মনোনয়ন পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন তারা। তবে প্রার্থীদের মধ্যে কাকে নৌকার মাঝি করা হবে তা নিয়েও দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাধ্যে আলোড়নের ঝড় চলছে।

এ আসনে মনোনয়ন প্রত্যাশীরা হলেন- পাঁচবারের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর মোহাম্মদ, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সামির সাত্তার, সাবেক অতিরিক্ত পুলিশের আইজিপি মোখলেছুর রহমান, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাব্যবস্থাপক বীর মুক্তিযোদ্ধা ডা. মোছাদ্দেক হোসেন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম, কেন্দ্রীয় যুব মহিলালীগের সদস্য সারমিন আক্তার, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোফাখখার হোসেন খোকন।

তাঁরা সকলেই দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদী। হেবিওয়েট ৯ জন প্রার্থী মাঠে সক্রিয় অবস্থানে রয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর-১ আসনে নৌকার মনোনয়ন পেতে ৯ জন প্রার্থীর লড়াই

আপডেট সময় ০৭:৪৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের ভোট যুদ্ধের আগেই নৌকার জন্য মনোনয়নের লড়াই নেমেছেন ৯ জন প্রার্থী। দলীয় মনোনয়ন ফরম কেনার পর দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। মনোনয়ন পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন তারা। তবে প্রার্থীদের মধ্যে কাকে নৌকার মাঝি করা হবে তা নিয়েও দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাধ্যে আলোড়নের ঝড় চলছে।

এ আসনে মনোনয়ন প্রত্যাশীরা হলেন- পাঁচবারের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর মোহাম্মদ, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সামির সাত্তার, সাবেক অতিরিক্ত পুলিশের আইজিপি মোখলেছুর রহমান, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাব্যবস্থাপক বীর মুক্তিযোদ্ধা ডা. মোছাদ্দেক হোসেন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম, কেন্দ্রীয় যুব মহিলালীগের সদস্য সারমিন আক্তার, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোফাখখার হোসেন খোকন।

তাঁরা সকলেই দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদী। হেবিওয়েট ৯ জন প্রার্থী মাঠে সক্রিয় অবস্থানে রয়েছেন।