বকশীগঞ্জে চালকের গলা কেটে ছিনতাই করা অটোভ্যানসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার সজিব মিয়া ও উদ্ধার অটোভ্যান। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে আরিফ মিয়া (১৫) নামে ভাড়ায় চালিত এক অটোভ্যান চালকের গলা কেটে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় সজিব মিয়া (২০) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

৩১ মে সন্ধ্যায় জামালপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে অটোভ্যানটি বিক্রির সময় সজিবকে গ্রেপ্তার করেন। এসময় ছিনতাই হওয়া অটোভ্যানটি জব্দ করে পুলিশ।

জানা গেছে, ৩০ মে বিকাল ৫ টার দিকে পৌর এলাকার কাগমারী পাড়া গ্রামের ভূতবাড়ি নামক স্থানে চালক আরিফ মিয়ার গলা কেটে তার অটোভ্যানটি ছিনতাই করে দুর্বৃত্তরা। বর্তমানে আরিফ মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। দিনে দুপুরে গলা কেটে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় বকশীগঞ্জে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বগারচর গ্রামের আবুল হাসেমের ছেলে সজিব মিয়া ৩১ মে সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার সাহাপুর চৌরাস্তা মোড়ে অটোভ্যানটি বিক্রিকালে সদর থানা পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

১ জুন বিকালে জামালপুর সদর থানা পুলিশ গ্রেপ্তারকৃত সজিব মিয়াকে জামালপুর আদালতে পাঠিয়েছে।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃত আসামি সজিব মিয়ার কাছ থেকে যে অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে সেটি চালক আরিফের কাছ থেকেই ছিনতাই হওয়া। যেটি প্রাথমিকভাবে শনাক্ত করেছেন অটোভ্যান মালিক।

এঘটনার রহস্য উদঘাটনের জন্য আসামি সজিবের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।