জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তি দিবসে শেরপুরে ফ্রী মেডিক্যাল ক্যাম্প

শেরপুরে ফ্রী মেডিক্যাল ক্যাম্প|ছবি:বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে শেরপুরে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর সদরের প্রত্যন্ত অঞ্চল কামারেরচর ইউনিয়নের ৬নং চরে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য।

স্থানীয় ইউপি সদস্য আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান নওয়াব আলী, মেডিক্যাল অফিসার ডা. আক্রাম হোসেন, ডা. রৌশন রাকা ও মার্জিয়া খাতুন, স্বাস্থ্য সহকারি নজরুল ইসলাম প্রমুখ।

এসময় সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য বলেন, এ দিবসে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে চিকিৎসা সেবা দিতে পেরে আমরা খুশি।