মেষ্টায় ইউনিয়ন মৎস্যজীবী দলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলার অন্তর্ভুক্ত মেষ্টা ইউনিয়ন মৎস্যজীবী দলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল বিকেলে হাজীপুর বাজার ঈদগাহ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সম্মেলনের উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাইদুর রহমান।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হোসেন, সহ-সভাপতি আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাহেব আলী, মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ ছানা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাস্টার, সিনিয়র সহ-সভাপতি আলী আকবর, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেন।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম শাহীন।

অনুষ্ঠানের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে ইউনিয়ন মৎস্যজীবী দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আক্তার হোসেনকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন মহর, সাধারণ সম্পাদক বুজু মেহের, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তালেব ও সাংগঠনিক সম্পাদক হিসেবে বাদল মিয়ার নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বুজু মেহের।