কড়ইচড়া আদারভিটায় মৎস্যজীবী দলের কমিটির অনুমোদন

অনুমোদিত কমিটি হস্থান্তর করেন জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আওতাধীন কড়ইচড়া ও আদারভিটা ইউনিয়ন মৎস্যজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২৬ ফেব্রুয়ারি আলাদা দুটি ইউনিয়নের এ কমিটির অনুমোদন দেন মাদারগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হাবিবুর রহমান হবু ও সদস্য সচিব গোলাম মোস্তফা।

কড়ইচড়া ইউনিয়ন মৎস্যজীবী দলের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে মো. আল আমিন, সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মো. স্বপন মিয়া ও মো. নুররেস মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কড়ইচড়া ইউনিয়ন মৎস্যজীবী দলের কমিটি গঠন করা হয়।

অপরদিকে আদারভিটা ইউনিয়ন মৎস্যজীবী দলের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে মো. আলফাজ আলী, সিনিয়র সহ-সভাপতি মো. সুফিয়ান মন্ডল, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খোরশেদ আলী চৌধুরী ও মো. আব্দুল হাকিমকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

২৬ ফেব্রুয়ারি আলাদা দুটি কমিটি হস্থান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম।