দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। ছবি: বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২২ ফেব্রুয়ারি সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি, পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর, জেলা পরিষদের সদস্য হারুন অর রশীদ হারুন, বাঘারচর বিজিবি কোম্পানি কমান্ডার মনিরুজ্জামান, স্থানীয় এমপি প্রতিনিধি বিকাশ কবীর ইমরান, বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল, ডাংধরা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান রাশেদ্দুজ্জামান সেলিম, চর আমখাওয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম, হাতীভাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাররামরামপুর ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া জেকে, সদর ইউপি চেয়ারম্যান সাইদ্দুজামান, চিকাজানি ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাছ, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রেজাউল করিম এলান, সাধারণ সম্পাদক মদন মহন ঘোষ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন মন্ডল সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় গরুচুরি, মাদক কারবারী আটক, বাল্যবিয়ে প্রতিরোধ, পৌর শহরে যানজট দূর করা, চুরি রোধ করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।