বাংলাদেশের রাজনীতি দুইভাগে বিভক্ত হয়েছে : মির্জা আজম

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম।ছবি: বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন দুইভাগে বিভক্ত হয়েছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল রাজনৈতিক শক্তি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একত্রিত হয়েছেন। পাশাপাশি ১৯৭১ এর রাজাকার, আলবদর, আলসামসসহ দেশবিরোধী যত অপশক্তি আছে তারা সবাই বিএনপির প্লাটফর্মে যুক্ত হয়েছে। তিনি দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ।

তিনি ২১ জানুয়ারি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্থানীয় মির্জা আজম কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় অন্যানোর মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।