‘প্রবীণ প্রত্যাশা’ ম্যাগাজিনের প্রকাশনা উৎসব

‘প্রবীণ প্রত্যাশা’ ম্যাগাজিনের প্রকাশনা উৎসব ও প্রবীণ মেলা অনুষ্ঠান।ছবি: এম আলমগীর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ জামালপুর জেলা শাখা কর্তৃক প্রকাশিত ‘প্রবীণ প্রত্যাশা’ ম্যাগাজিনের প্রকাশনা উৎসব ও প্রবীণ মেলা উদযাপন করা হয়েছে।

৭ জানুয়ারি দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার শিহাটা গমিজ উদ্দিন হাই স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ জামালপুর জেলা শাখা।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন শিহাটা গমিজ উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠা ও মৃত গমিজ উদ্দিনের সুযোগ্যপুত্র লন্ডন প্রবাসী ডাক্তার আব্দুল আজিজ।

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম হাবিব জাহান হেলালের সঞ্চালনায় প্রবীণ প্রত্যাশা ম্যাগাজিন প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্য দেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মাসুম আলম খান, শিহাটা গমিজ উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি শাহ্ মো. আলাউদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ সারা বাংলাদেশে সর্বমোট ৯৪টি শাখা রয়েছে। শুধুমাত্র জামালপুরে এই প্রথম প্রবীণ প্রত্যাশা ম্যাগাজিন প্রকাশনা করেন। এছাড়াও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

প্রবীণ প্রত্যাশা ম্যাগাজিন উৎসবে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ জামালপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।