শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটিতে শেখ রাসেল দিবস উদযাপিত

শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী যথাযোগ্যভাবে উদযাপিত হয়েছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটিতে।

১৮ অক্টোবর এতদুপলক্ষে এক আলোচনা সভা বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক ও শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আহ্বায়ক রাসেল শেখের সভাপতিত্বে মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মাসুম আলম খান। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, আইন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আবুল হাসানাত ইবনে আবেদীন, ডেপুটি রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) গোলাম মওলা প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

সভার পূর্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শেখ রাসেল দিবসে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটি বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করে।