চিকাজানী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর সকালে ইউনিয়নের টাকিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জি এস এম মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মুখলেছুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খন্দকার রেজাউল করিম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, সদস্য নারায়ণ চন্দ পাল রানা, সদস্য রেজাউল করিম চৌধুরী মামুন, সদস্য সানাউল হক জ্যোতি, সদস্য ও কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন, সদস্য জাকির হোসেন রুকু।

সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।ছবি: বাংলারচিঠিডটকম

চিকাজানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবুব্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

এর পূর্বে সম্মেলন উদ্বোধন করেন দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা বলেন, শেখ হাসিনার ক্ষমতার উৎস দেশের জনগণ। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির আন্দোলন প্রতিহত করবে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরা চায় না বাংলাদেশ সফল রাষ্ট্র হোক। তারা চায় বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক।

তিনি আরও বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিরোধীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিএনপি এখন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আন্দোলন করছে। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে হবে না। নির্বাচন কমিশনের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে।

সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।