দেওয়ানগঞ্জে প্রতিমা বিসর্জন সম্পন্ন

দেওয়ানগঞ্জে প্রতিমা বিসর্জন দিচ্ছে সনাতন ধর্মের ভক্তরা।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় উৎসব মুখর পরিবেশে ও পুলিশ প্রশাসনের কঠোর নজরদারীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার উপজেলায় ১৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

৫ অক্টোবর সন্ধ্যায় পৌরসভার পুরাতন ব্রহ্মপুত্র নদের পৌর শহরের মডেল থানা ঘাটে ১৩টি ও যমুনা ও জিঞ্জিরাম নদীতে ৬টিসহ ১৯টি পূজামণ্ডপ প্রতিমা বির্জন দেওয়া হয়।

এর পূর্বে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে দেবী দুর্গাকে বিদায় জানায় ভক্তরা। দেবী বিদায়ের আগে মণ্ডপগুলোতে সিঁদুর খেলায় অংশ নেন ভক্তরা।

ইউএনও কামরুন্নাহার শেফা, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসানসহ অন্যান্যরা।ছবি: বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তায় মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসান রাসেল, পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর, ওসি তদন্ত আনছার উদ্দিনসহ অন্যান্য পুলিশ ও আনসার সদস্য।