বকশীগঞ্জে শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

বকশীগঞ্জে ২ অক্টোবর সন্ধ্যায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনওসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উৎসবের আমেজ চলছে ১৩টি পূজা মণ্ডপে। প্রতিটি পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা তাদের শারদীয় উৎসব পালন করছেন। দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে।

২ অক্টোবর সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার নেতৃত্বে কর্মকর্তা, জনপ্রতিনিধিরা সরেজমিনে পূজা মণ্ডপগুলো পরির্দশন করেছেন। তারা এসময় উদযাপন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, আরএমও ডা. মোশারফ হোসেন, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা প্রকৌশলী শামছুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনাচার্জ মোহাম্মদ তাজুল ইসলাম, বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম প্রমাণিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. সিদ্ধেশ্বর সাহা, সাধারণ সম্পাদক অনুপ কুমার সেন প্রমুখ উপস্থিত ছিলেন।