জামালপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদরে সম্প্রতি টর্নেডোয় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে ১২ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক তুলে দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা ও শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আলম।

আলোচনা শেষে সংসদ সদস্য সম্প্রতি টর্নেডোয় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের প্রত্যেককে দুই বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক বিতরণ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।