মেলান্দহে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর দুপুরে উপজেলার বিএনপির দলিয় কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উপজেলা বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও ৯০’র গণ আন্দোলনের ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল।

প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বাবুল নির্বাচন কমিশনের ইভিএম-এ ভোট গ্রহনের সিদ্ধান্তকে ইঙ্গিত করে বলেছেন- ভোটচুরির বাক্সে ভোট দিবো না। এই দাবি শুধু বিএনপি’র নয়, সকল মানুষের, সকল রাজনৈতিক দলের।

এসময় তিনি তেল-গ্যাস-সার ও বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কড়া সমালোচনা করে শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন।

বক্তব্যকালে বাবুল আরো বলেন- এই সরকারের অধিনে বিগত নির্বাচন দেখেছি। ইউনিয়ন-পৌর-উপজেলা এমনকি জাতীয় সংসদ নির্বাচনে আমরা জনগণ ভোট দিতে পারি নাই। আমরা নির্দলীয় নিরপেক্ষ ততত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন চাই।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সাবেক সহসভাপতি আলহাজ ফজলুর রহমান ঠান্ডা, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ নূরুল আলম সিদ্দিকী, পৌর বিএনপি’র সভাপতি এড. মনোয়ার হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুল, সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির এবং সাবেক উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক মতিউর রহমান বাবলু প্রমুখ।