হয়রানির প্রতিবাদে বকশীগঞ্জে হোমিওপ্যাথিক চিকিৎসকদের কর্মবিরতি

বকশীগঞ্জে হোমিওপ্যাথিক চিকিৎসকরা ২৮ আগস্ট কর্মবিরতি পালন করেন। ছবি:বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কর্মবিরতি পালিত হয়েছে।

২৮ আগস্ট বকশীগঞ্জে কর্মরত হোমিও চিকিৎসক ও শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী কর্মবিরতি পালিত হয়।

হোমিও চিকিৎসকরা বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারের অবস্থিত তাদের চেম্বারগুলো বন্ধ রেখে কর্মসূচি পালন করেন। বিকালে পৌর শহরের মালিবাগ এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্মবিরতি পালন উপলক্ষে আলোচনা সভায় এসময় বক্তৃতা করেন হোমিও চিকিৎসক ডা. লিটন মিয়া, ডা. রকিবুল ইসলাম, জুলফিকার আলী খোকন ও ওয়াহিদুজ্জামান প্রমুখ।

তারা দেশের সকল হোমিও চিকিৎসকদের অযাচিত হয়রানি ও গ্রেপ্তার বন্ধ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।