শেরপুরে শিক্ষার্থীর বস্ত্রহীন লাশ মিলল স্কুলের টয়লেটে

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে ড্যাফোডিল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের টয়লেট থেকে মোহাম্মদ রিমন নামে ৮ম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর বস্ত্রহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ আগস্ট দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভীমগঞ্জ এলাকার ওই স্কুল থেকে লাশ উদ্ধার করা হয়।

রিমন পার্শ্ববর্তী খুনুয়া গ্রামের মোহাম্মদ সাগর মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ২৫ আগস্ট সন্ধ্যায় রিমন স্কুল থেকে বাড়ি ফিরে। একই দিন রাতে নানির বাড়িতে যাওয়ার কথা বলে সে নিজ বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরে আসেনি।

২৬ আগস্ট দুপুরে স্কুলের নৈশ্য প্রহরী স্কুলের টয়লেটে রিমনের মরদেহ দেখতে পেয়ে প্রধান শিক্ষককে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এর পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে পিবিআই, সিআইডির ক্রাইমসিন ইউনিট ও ডিবি পুলিশের পৃথক টিম।

রিমনের বাবা-মা জানান, কিছুদিন ধরে পার্শ্ববর্তী একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল রিমনের। সে ওই মেয়ের সাথে ফোনে কথা বলতো।

সিআইডি কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ জানান, রিমনের শরীরের আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে তাকে কোন আক্রোশ বশত হত্যা করা হয়েছে।

অন্যদিকে ওই শিক্ষার্থীর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সদর থানার ওসি বসির আহমেদ বাদল।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া জানান, ওই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।