মেলান্দহ পৌরসভার বাজেট ঘোষণা

মেলান্দহ পৌরসভার বাজেট ঘোষণা করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মো: মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুর মেলান্দহ পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন উপলক্ষে সংবাদ সম্মেলনে করা হয়েছে। ২১ জুন দুপুরে পৌরসভার সভাকক্ষে এ বাজেট ঘোষণা করা হয়।

২০২২-২৩ অর্থ বছরের বাজেটে মেলান্দহ পৌরসভার মোট আয় ৩৬ কোটি ৮১ লাখ ৬০ হাজার ৬৫২ টাকা ও মোট ব্যয় ৩৫ কোটি ৭২ লাখ ১২ হাজার ৬৭৪ টাকা এবং মোট স্থিতি ১ কোটি ৯ লাখ ৪৭ হাজার ৯৭৮ টাকা ধরা হয়েছে।

বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, মেলান্দহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম ভূঞা। আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগ মেলান্দহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন বাঘা। প্রস্তাবিত বাজেট অনুমোদন অনুষ্ঠানে আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন পৌরসভার হিসাব রক্ষক (ভারপ্রাপ্ত) মাকসুদুর রহমান শামীম।

এ সময় পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর, পুরুষ কাউন্সিল, পৌরসভার সাধারণ জনগণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।