বকশীগঞ্জে বিনামূল্যে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ

অসহায় প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০২১-২০২২ অর্থ বছরে এডিপি অর্থায়নে অসহায় প্রতিবন্ধী ও দুস্থ নারীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

১৬ জুন দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

দুস্থ নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ আবুল কালাম আজাদ সুলতানসহ প্রতিবন্ধী পরিবার ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার জানান, বিভিন্ন ইউনিয়নের ২৬ জন অসহায় দুস্থ প্রতিবন্ধী ও ২২ জন দুস্থ নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়।