পাররামরামপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

পাররামরামপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া (জেকে)।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবলের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন সকালে তারাটিয়া আলহাজ্ব লাল মামুদ উচ্চ বিদ্যালয় মাঠে পাররামরামপুর ইউনিয়নের ৪টি প্রাথমিক বিদ্যালয়ের বালক বালিকা খেলায় অংশ নেয়।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও খেলা উদ্বোধন করেন পাররামরামপুর ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া (জেকে)।

পাররামরামপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ খেলোয়ার ও শিক্ষকদের নিয়ে ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া (জেকে)।ছবি: বাংলারচিঠিডটকম

বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশ নেয় ডাকরা গ্রাম সরকারি প্রার্থমিক বিদ্যালয় বনাম দক্ষিণ ভাতখাওয়া সরকারি প্রার্থমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা গোল্ডকাপে অংশ নেয় ডিগ্রীরচর সরকারি প্রার্থমিক বিদ্যালয় বনাম মোয়ামারি সরকারি প্রার্থমিক বিদ্যালয়।

অতিথিবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

উপস্থিত ছিলেন তারাটিয়া সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, ডাকরাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শফিকুল ইসলাম, দক্ষিণ ভাত খাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন, উত্তর ভাত খাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, মোয়ামারি সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, আহাম্মদ আলী, আব্দুল খালেক প্রমুখ।

ডাকরা গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ ও মোয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে জিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ দল হিসেবে যোগ্যতা অর্জন করেছে।