নালিতাবাড়ীতে ফেন্সিডিলসহ দুজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী ও উদ্ধার আলামত। ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ১২ জুন ভোরে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ অস্ত্রধারী দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা।

তারা হলেন- নালিতাবাড়ী উপজেলার শালমারা গ্রামের মো. আরজ আলীর ছেলে মো. মামুন মিয়া (৩৫) ও মো. সোলাইমানের ছেলে মো. ফিরোজ মিয়া (৩০)।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা যায়, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল ১২ জুন ভোর ৪টা ৫০ মিনিটের দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ওই দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি রাইফেল সাদৃশ্য দেশীয় অস্ত্র, একটি দেশীয় চাকু, ১৪৭ বোতল ফেন্সিডিল ও তিনটি মোবাইল সেট সীমসহ উদ্ধার করা হয়। মাদকগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার ৫০০ টাকা ।

র‌্যাব জানায়, আসামিদ্বয়ের বিরুদ্ধে নালিতাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।