সরিষাবাড়ীতে পাটের লক্ষ্যমাত্রা অর্জিত

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চলতি মৌসুমে পাটের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে পাটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩ হাজার ৮১০ হেক্টর। অর্জিত হয়েছে ৩ হাজার ৮৯০ হেক্টর। এরমধ্যে রয়েছে দেশী ৫০৫ হেক্টর, তুষা ৩ হাজার ২৭০ হেক্টর ও কেনাফ জাতের ১১৫ হেক্টর।

এ বছর প্রতি হেক্টরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দেশী ৮.৫ বেল, তুষা ১২.৫ বেল ও কেনাফ ৮.০ বেল। প্রতি বেল এর ওজন ৫ মণ বা ২০০ কেজি।

এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বছর পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩ হাজার ৮১০ হেক্টর। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ৮০ হেক্টর জমিতে পাটের আবাদ বেশী হয়েছে।