জামালপুরে ৪০৯ দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেল জেলা পরিষদের শিক্ষাবৃত্তি

দরিদ্র শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করেছে জামালপুর জেলা পরিষদ। শনিবার (২১ মে) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকার চেক তুলে দেন।

জেলা পরিষদের প্রশাসক ফারুক আহাম্মেদ চৌধুরীর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, ডায়াবেটিক হাসপাতালের সিইও ডা. মোশায়ের উল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে জেলার ৪০৯ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনপ্রতি ৪ হাজার টাকা করে মোট ১৬ লাখ ৩৬ হাজার টাকার এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।