গণমাধ্যম সরকারের চোখ হিসেবে কাজ করে : মির্জা আজম

বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, এই উন্নয়নের পেছনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। দেশের গণ্যমাধ্যম সরকারের চোখ হিসেবে কাজ করে, তাদের লেখনিতেই উঠে আসে কোথায় উন্নয়ন হচ্ছে আর কোথায় উন্নয়ন প্রয়োজন। সেই সাথে উন্নয়ন কাজে দুর্নীতি হচ্ছে কিনা সেই চিত্রও তুলে ধরে সরকারকে সচেতন করে গণমাধ্যম। এক্ষেত্রে আমার বিরুদ্ধেও যদি কোন দুর্নীতির তথ্য প্রমাণ পান, আমার বিরুদ্ধেও লিখতে কোন কার্পণ্য করবেন না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে গণমাধ্যম সোচ্চার ভূমিকা পালন করলেই এদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত হবে।

শনিবার (২৩ এপ্রিল) জামালপুর জেলা প্রেসক্লাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে মির্জা আজম এসব কথা বলেন।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, সাংবাদিক এম এ জলিল প্রমুখ।