ইসলামপুরে যমুনার চরে আগুনে কৃষকের স্বপ্ন পুড়ে ছাঁই

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুর ইসলামপুর দুর্গম চরাঞ্চল সাপধরী ইউনিয়নের কাসারী ডোবা গ্রামে অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘরসহ ঘরে থাকা শুকনা মরিচ, স্যালোমেশিন, ধান, আসবাবপত্র ভস্মিভূত হয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

১৩ মার্চ বিকালে গোয়াল ঘরের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে দিনমজুর শাহালী, শাহীন ও লিটনের ৩টি বসতঘর ভস্মিভূত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহালীর স্ত্রী গোয়াল ঘরে মশা তাড়নার জন্য ধোয়া দিয়ে মরিচ উঠানোর জন্য চলে যায় । সেই ধোয়া থেকে মুহূর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে কলাগাছ ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

সাপধরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি জানান, অগ্নিকাণ্ডে বসতঘর, ঘরে থাকা ফসল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।