শেরপুরে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

ফাতেমা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে ফাতেমা আক্তার (৩৭) নামে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১২ ফেব্রুয়ারি জেলা সদরের বাগরাকসা মহল্লার এলজিইডি অফিস সংলগ্ন এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

ফাতেমা তার বাবার বাড়ি নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের ছিটপাড়া এলাকায় বসবাস করতেন। তার স্বামীর নাম রফিকুল ইসলাম।

স্থানীয়রা বলছেন ওই নারীর মৃত্যু রহস্যজনক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৃতের স্বজনরা জানায়, স্বামীর সাথে দেখা করতে ফাতেমা নালিতাবাড়ী থেকে দুই সন্তানসহ সপ্তাহ খানেক আগে শেরপুর শহরে আসেন। উঠেন ফুফাতো বোন রুপালী আক্তারের ভাড়া করা বাসায়। দুই দিন আগে তার স্বামী নগদ টাকা ও বাচ্চাদের জন্য পোশাক কিনে দেন। কিন্তু গতরাতে রহস্যজনকভাবে ফাতেমার মৃত্যু হয়।

সদর থানা পুলিশের ওসি মুনছুর আহমেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর ওই গৃহবধূর মৃত্যুর আসল কারণ উদঘাটন করা যাবে বলে তিনি জানান।