২৫ বছর যাবত ভোটাধিকার বঞ্চিত : শ্রীবরদীতে কেন্দ্র স্থাপনের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

শ্রীবরদীতে ভোট কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন করে গ্রামবাসী। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের শ্রীবরদী উপজেলায় রক্তপাতহীন ইউপি নির্বাচন এবং নতুন ভোট কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ১৪ ডিসেম্বর দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ডাকড়াপাড়া গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান আরজু (আনারস প্রতীক), ছামিউল হক, আনোয়ারা, জান্নাত আরা ও মনোয়ারা বলেন, প্রায় আড়াই কিলোমিটার দূরে হওয়ায় ভোট কেন্দ্র গিয়ে ডাকড়াপাড়া গ্রামবাসী ভোটাধিকার প্রয়োগ করছেন না। দীর্ঘ ২৫ বছর যাবত এ এলাকার মানুষজন তাদের এ অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া গ্রামবাসীর মধ্যে কেউ কখনও পার্শ্ববর্তী চরহাবর গ্রামের কেন্দ্রে ভোট দিতে গিয়ে একাধিকবার হামলার শিকার হয়েছে।

বক্তারা আরও বলেন, বিগত নির্বাচনগুলোতেও ডাকড়াপাড়া গ্রামের অনেকে ওই কেন্দ্রে ভোট দিতে গিয়ে দুষ্কৃতীদের রোষানলে পড়েছে। তাই এবারের ইউপি নির্বাচনে তারা নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতে ডাকড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভোট কেন্দ্র স্থাপনের দাবিতে গ্রামবাসী সবাই একত্রিত হয়ে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছে।