বশেফমুবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: যথাযোগ্য মর্যাদায় জামালপুরের মেলান্দহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় আলোচনা সভার আয়োজন করা হয়।

বিজ্ঞান অনুষদের ডিন ড. সুশান্ত কুমার ভট্টাচার্য্য এর সভাপতিত্বে মূখ্য আলোচনা করেন, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের গবেষক-লেখক ড. এএইচএম মাহবুবুর রহমান, প্রবন্ধ পাঠ করেন-সমাজকর্ম বিভাগের প্রভাষক ড. অলি উল্লাহ চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল আলম, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শাহজালাল, ফিশারীজ বিভাগের চেয়ারম্যান ড. আ. সাত্তার, ব্যাবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. ইউসুফ আলী, ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. রাশিদুল ইসলাম প্রমুখ।