শেরপুরের উন্নয়ন সংঘের বিংগসের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগে।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : ইউরোপিয়ান ইউনিয়নের এর আর্থিক সহযোগিতায় উন্নয়ন সংঘের বিংগস প্রকল্পের উদ্যোগে শেরপুর কুমরী কাটাজান বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে নারী নির্যাতন নির্মূলকরণে প্রচারঅভিযান পক্ষ ২০২১ উপলক্ষ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনোয়ারুল হাসান উৎপলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চান মিয়া।

নীল দল ও কমলা দল।
পুরস্কার বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মাঝে বাজিতখিলা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল হাসান খুররম, স্কুলের প্রধান শিক্ষক এ কে এম মোখতারুজ্জামান, বাজিতখিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলী, ওয়ার্ল্ড ভিশন বিংগসের জেন্ডার স্পেসালিস্ট তাহমিনা আক্তার, এসবিসিসি স্পেশালিস্ট হিমালয় জোসেফমি, উন্নয়ন সংঘ বিংগস প্রজেক্টের শেরপুর সদরের উপজেলা কো-অর্ডিনেটর নূর মোহাম্মদ, প্রজেক্ট অফিসার মো: রবিউস সানি, মাকসুদুজ্জামান শিপন, একাউন্ট এন্ড এডমিন অফিসার মো. আরিফুল ইসলাম এবং সাংবাদিকসহ স্কুলের ছাত্রীরা উপস্থিত ছিলেন।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে ট্রফি এবং অংশ গ্রহণকারী সকল খেলোয়াড়দের মাঝে মেডেল বিতরণ করেন। খেলায় কমলা দল নীল দলকে ২-১ গোলে পরাজিত করে। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করে বিজয়ী দলের সুমাইয়া আক্তার।