বর্ণাঢ্য আয়োজনে শেরপুর মুক্ত দিবস পালিত

মাধবপুরস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম : বর্ণাঢ্য আয়োজনে শেরপুর মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর আজকের এই দিনে শেরপুর পাক হানাদার মুক্ত হয়। দিনটি স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এ দিন সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের চকবাজার এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে মাধবপুরস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসন, জেলা পুলিশ, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোমিনুর রশিদের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সমাবেশ, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।