সরিষাবাড়ীতে কৃষকের মাঝে হারভেস্টর বিতরণ

সরিষাবাড়ীতে কৃষকের মাঝে হারভেস্টর বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কৃষকদের মাঝে হারভেস্টর বিতরণ করা হয়েছে। ১৫ নভেম্বর সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান।

কৃষি অফিস সূত্রে জানা যায়, সরকার চলতি বছরে কৃষকের মাঝে ৫০ ভাগ ভর্তুকিতে ১০টি কম্বাইন হারভেস্টর ও দুটি রিপার বরাদ্দ দেওয়া হয়। পর্যায়ক্রমে কৃষকদের মাঝে এসব বিতরণ করা হচ্ছে। প্রতিটি হারভেস্টরের মূল্য ৩৫-৪০ লাখ টাকা আর রিপারের মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। যা কৃষকে সরকার ৫০ ভাগ ভর্তুকিতে দিচ্ছে।

উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাপাড়া এলাকার কৃষক হারুন অর রশিদ ও তোফাজ্জল হোসেন বলেন, সরকারের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। আমরা এই কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে অনেক উপকার ভোগ করতে পারবো।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।