দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জামালপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : ডিজেল, পেট্টোলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। ১২ নভেম্বর সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ পালিত হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী মো. ফজলুল হক, আইনজীবী মনজুর কাদের বাবুল খান, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, দপ্তর সম্পাদক মো. গোলাম রব্বানী, পৌর বিএনপির সদস্য সচিব শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহান ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমন প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের ক্রয়ক্ষমতা না বাড়লেও ডিজেল, পেট্টোলের মূল্য বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে সারাদেশে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জনস্বার্থে ডিজেল, পেট্রোলের দাম কমানোসহ সকল প্রকার দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।