দেওয়ানগঞ্জে প্রশিক্ষণ পেলেন ৩০ কৃষক

দেওয়ানগঞ্জে কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: বাংলারচিঠিডটকম

মদন মোহন ঘোষ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ২০২১-২২ অর্থবছরের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নন গ্রুপ ৩০ জন কৃষককে ২ নভেম্বর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেওয়ানগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-পরিচালক কৃষিবিদ নিতাই চন্দ্র বনিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-পরিচালক শস্য মোহাম্মদ হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবুল হাসান রাজু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসক্লাব ও দুপ্রকের সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক মদন মোহন ঘোষ, মানবাধিকারকর্মী ও প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক তারেক মাহমুদ প্রমুখ।