চিল-শকুনে স্বভাবের স্বাধীনতাবিরোধীরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় : মির্জা আজম

সম্প্রীতি রক্ষার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, চিল-শকুনে স্বভাবের স্বাধীনতাবিরোধীরা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। তাদের আসল উদ্দেশ্য রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সকল ধর্মের মানুষ মহান মুক্তিযুদ্ধে রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি মানুষ আজ প্রত্যক্ষ উন্নয়নের সুবিধা ভোগ করছে। বাংলাদেশ আজ উন্নয়ন, সম্প্রীতি ও শান্তির দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।

৩০ অক্টোবর দুপুরে মির্জা আজম অডিটোরিয়ামে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে জামালপুর পৌরসভা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম এমপি আরো বলেন, একটি কুচক্রিমহল সম্প্রতি কুমিল্লা মন্দিরের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছিল। দেশের মানুষ যখন শান্তিতে ঘুমায় তখন গভীর রাতে লন্ডন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়া হয়েছে। বাংলাদেশের শান্তিকামী মানুষ তাদের উস্কানিতে সাড়া দেয়নি। বাংলাদেশ হলো অসাম্প্রদায়িক চেতনার দেশ। সেই দেশেরই জামালপুর হলো অসাম্প্রদায়িক চেতনার একটি মডেল জেলা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় সব ধর্মের মানুষের পাশে থাকে। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত ও শান্তি রক্ষার স্বার্থে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকার আহ্বান জানান মির্জা আজম এমপি।

জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, ইমাম সমিতির নেতা মাওলানা মো. আক্তারুজ্জামান, মুফতি মো. আব্দুল্লাহ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ -খিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি লক্ষ্মী কান্তি বণিক প্রমুখ।

ইমাম সমিতির আওতাধীন বিভিন্ন মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দির পরিচালনা পরিষদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দসহ সকল ধর্মের সহস্রাধিক ব্যক্তি এ মতবিনিময় সভায় অংশ নেন।