নকলায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা

নকলায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শারদীয় দুর্গাপূজার মহাবিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ১৫ অক্টোবর শেষ হয়েছে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব। সকাল সাড়ে ৬টায় মহাবিজয়া দশমী (বিহিত) পূজা এবং পূজা সমাপন ও দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হয়।

বিকেলে অনুষ্ঠিত হয় প্রতিমা বিসর্জন ও শান্তিজল গ্রহণ। ১১ অক্টোবর ষষ্ঠী পূজা, দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

বিজয়া দশমীতে শেরপুরের নকলা পৌরশহর ও এর আশপাশের এলাকায় সুবর্ণখালী নদে, চেপাকুড়ি ব্রীজপাড়ে ও পারিবারিক জলাশয়ে হিন্দু ধর্মাবলম্বীরা দেবীদুর্গাকে বিসর্জন দেয়।

একইভাবে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পৌরশহর ছাড়াও বিভিন্ন ইউনিয়নের অন্যান্য মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দদের সাথে নিয়ে বিভিন্ন নদের এবং পারিবারিক জলাশয়ের পাড়ে উপস্থিত হন এবং একে একে প্রতিমা বিসর্জন দেন।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার বিভাগের সদস্য, পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ, চৌকিদার, স্বেচ্ছাসেবকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।