ইসলামপুরে চিনাডুলী ও চর পুটিমারী ইউনিয়নে শেখ হাসিনার উপহার যত্ন প্রকল্পের নগদ অর্থ বিতরণ

ইসলামপুরে শেখ হাসিনার উপহার যত্ন প্রকল্পের নগদ অর্থ উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

স্থানীয় সরকার বাস্তবায়নে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নে ১ হাজার ২৯০ জন ও চর পুটিমারী ইউনিয়নের ১ হাজার ৩৩০ জন হতদরিদ্র পরিবারের অন্তঃসত্বা নারী ও ৬০ মাস বয়সী শিশুদের মাঝে আইএসপিপি-যত্ন প্রকল্পের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

৩ অক্টোবর উপজেলার চিনাডুলী ইউনিয়নে গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল।

শেখ হাসিনার উপহার যত্ন প্রকল্পের নগদ অর্থ নিতে আসা উপকারভোগীরা। ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মর্তূজা, সরকারি ইসলামপুর কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, বিআরডিবি চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান, চেয়ারম্যান আব্দুস সালাম, পোস্ট অফিসের পরিচালক জাহাঙ্গীর আলমসহ ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেস্ট (আইএসপিপি)-যত্ন প্রকল্পের প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে চর পুটিমারী ইউনিয়নে উপকারভোগীদের মাঝে নগদ অর্থ পরিষদ ভবনে বিতরণ করা হয়েছে।