২০ সেপ্টেম্বর থেকে শেরপুরে প্রথমবারের মতো শুরু হচ্ছে দাবালীগ

শেরপুরে দাবালীগ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

‘খেলার রাজা দাবা’ এ শ্লোগানে মুজিব শতবর্ষ উপলক্ষে শেরপুরে ২০ সেপ্টেম্বর থেকে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে দাবালীগ। ১৯ সেপ্টেম্বর দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা দাবা উপ কমিটির সম্পাদক হাকিম বাবুল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ দাবা ফেডারেশনের অনুপ্রেরণায় ও জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির আয়োজনে ২০ সেপ্টেম্বর থেকে তিনদিনব্যাপী এ লীগে অংশ নিবে ৮টি দল।

প্রতিদিন বিকেল ৪টা থেকে ৮টি দল রাউন্ড ভিত্তিতে ৭ রাউন্ড খেলবে। প্রতিদলে ৫ জন করে খেলোয়ার নিবন্ধন করে প্রতি রাউন্ডে ৪টি বোর্ডে ৪ জন খেলোয়ার অংশ নিবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, পুলিশের ডিআইও-১ আবুল বাসার, স্পন্সর প্রতিষ্ঠান জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাদুজ্জামান সাদি, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সম্পাদক মেরাজ উদ্দিনসহ অনেকেই।