বকশীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে পেশাজীবীদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে ২৬ আগস্ট দুপুরে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর নূরুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ, এসিল্যান্ড স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা পিআইও মেহেদী হাসান, মেরুর চর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ।

মতবিনিময় সভায় ধানুয়া কামালপুর স্থল বন্দরের উন্নয়ন, নন্দীর বাজার-কামালপুর মহাসড়কের নির্মাণ কাজ নিয়ে দুর্ভোগ, লাউচাপড়া বিনোদন কেন্দ্রের আধুনিকায়ন, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে অনার্স কোর্স চালু করাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

এর আগে বকশীগঞ্জ থানা, উপজেলা ভূমি অফিস, উপজেলা পরিষদ কমপ্লেক্সের মূল প্রবেশ গেইটের রাস্তার উদ্বোধন, আধুনিকায়নকৃত উপজেলা সম্মেলনক্ষের উদ্বোধনসহ বিভিন্ন সরকারি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।