নরুন্দি স্কুল এন্ড কলেজে শোকসভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত

বক্তব্য রাখেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৮ আগস্ট সন্ধ্যায় নরুন্দি স্কুল এন্ড কলেজে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নরুন্দি স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি শামছুল আলম বাবুলের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

নরুন্দি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও সদর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরিদ হোসেনের সঞ্চালনায় শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হায়দর আলী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নরুন্দি স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক, নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঈন ইয়াজদানী প্রমুখ।

শোকসভায় নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ টিপু সুলতান, সদর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আইনজীবী সরোয়ার হোসেন মহান, সদস্য ছানোয়ার হোসেন সবুজ, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহসীনুজ্জামান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সদর উপজলো পূর্ব শাখা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, জামালপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নল হকসহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শোকসভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।